বিশ্ব মুসলিমের মহাসম্মিলন-পবিত্র হজ আজ
- আপডেট সময় : ০১:৩৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
- / ১৭৫২ বার পড়া হয়েছে
বিশ্ব মুসলিমের মহাসম্মিলন- পবিত্র হজ আজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ধ্বনীতে মুখর ও প্রকম্পিত পাহাড়-ঘেরা ময়দান আরাফাত। সুউচ্চ কণ্ঠে মহান আল্লাহ তায়ালার একত্ব, মহত্ত্ব এবং শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছেন হাজীরা। পাপমুক্তি আর আত্মশুদ্ধির বাসনায় ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ- পবিত্র হজ পালন করছেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবার সর্বোচ্চ ২৬ লাখ মুসলমান পবিত্র হজে অংশ নিয়েছেন।
আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরীক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার। পবিত্র হজের দিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব ও একত্ববাদের এই ঘোষণায় মুখরিত মক্কা নগরীর ঐতিহাসিক আরাফাতের ময়দান।
মহান রাব্বুল আলামীনের নৈকট্য ও ক্ষমার প্রত্যাশায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা।
সফেদ-শুভ্র দুই খণ্ড কাপড়ের এহরাম পরিহিত হাজীদের অবস্থানের কারণে সাদা-সাদায় একাকার আরাফার মরু প্রান্তর।
হজের আনুষ্ঠানিকতার শুরুটা দুপুরে। মসজিদে নামিরায় গ্রাণ্ড মুফতির খুতবার মধ্য দিয়ে। হাজিদের উদ্দেশ্য খুতবা পড়েন শায়খ ইউসুফ বিন মোহাম্মদ।
খুতবার পর জোহর ও আসরের নামাজ আদায় করেন হাজীরা। সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ একসাথে আদায় করবেন হাজীরা। রাতে সেখানে অবস্থান করবেন খোলা মাঠে এবং শয়তানের প্রতিকৃতিতে নিক্ষেপের জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহের মধ্য দিয়ে শেষ হবে দিনের আনুষ্ঠানিকতা। সকালে মিনায় গিয়ে ঈদের নামাজ পড়ে আর মাথামুণ্ডন ও কোরবানী করবেন। এরপর জামারায় পরপর ৩ দিন শয়তানকে পাথর মেরে এবং সবশেষে কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজ্বপর্ব।