সারাদেশের ঈদগাহ্ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল ৭টায়
- আপডেট সময় : ০৮:০৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
সারাদেশের ঈদগাহ্ ময়দানে ঈদের প্রধান জামাত হবে সকাল ৭টা থেকে। সে উপলক্ষে নেয়া হয়েছে সব প্রস্তুতি।
বরিশাল নগরীর বানধ্ রোডস্থ হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে ঈদের প্রধান জামাত হবে সকাল ৭টায়। সে উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে নেয়া হয়েছে সব প্রস্তুতি। ঈদগাহ্ পরিষ্কার পরিচ্ছন্ন, ধোয়া মোছা এবং প্যান্ডেলের কাজ শেষ। ময়দানের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
খুলনায় সার্কিট হাউজ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়। অন্যান্য মসজিদ ও ঈদগাহসমূহে পরিচালনা কমিটি জামাতের সময় নির্ধারণ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঈদ জামাতের জন্য প্রস্তুত দেশের সর্ববৃহৎ ঈদগা মাঠ দিনাজপুর গোরে শহীদ বড় ময়দান। কাল সকাল সাড়ে আটটায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদ জামাত হবে এই ময়দানে। সম্পন্ন হয়েছে প্রস্তুতি। জামাতে দিনাজপুর ও আশপাশের জেলা থেকে ৪ লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণ করবেন বলে মনে করেন কর্তৃপক্ষ।
ময়মনসিংহে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত হবে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে। এছাড়া জেলার ৭৩টি স্থানে বড় পরিসরে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ মাঠগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।