বৃষ্টিতেও থেমে নেই ঘরমুখো মানুষের চাপ
- আপডেট সময় : ০৯:৩৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
বৃষ্টিতেও থেমে নেই ঘরমুখো মানুষের চাপ। ঈদের আগের দিনেও রেলস্টেশন ও বাস টার্মিনালে ছিল প্রচুর যাত্রীর উপস্থিতি। এদিকে, বিআরটিএর কঠোর হুঁশিয়ারির পরেও বাসে কোথাও কোথাও দ্বিগুণেরও বেশি ভাড়া আদায় করার অভিযোগ করেন যাত্রীরা। ট্রেনের ভাড়া কম হওয়ায় যাত্রীদের চাপ ছিল ব্যাপক।
সকাল থেকেই বৃষ্টি, তবুও থেমে নেই ঘরমুখো মানুষের ঢল। রেলস্টেশনে আসনবিহীন টিকিটের জন্য যাত্রীদের উপচে পড়া ভিড়।
সবকিছু উপেক্ষা করে অবিরত যাত্রা পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করা। ট্রেন যাত্রীদের চোখে মুখে ছিলো আনন্দের ছাপ।
ঈদের আগে যাত্রীদের চাপ সামাল দিতে প্রস্তুত রয়েছে রেলওয়ে। এদিকে, স্টেশন ম্যানেজার জানিয়েছেন, ঈদের আগের দিন এক থেকে দেড় লাখ যাত্রীর চাপ থাকবে বলে ।
রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে ভিড় দেখা গেছে। বাসের দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মালিক সমিতি ও রোড সমিতি বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।
বাসে বেশি ভাড়া আদায় করলে অভিযোগ জানানোর পরামর্শ দেয়া হয়েছে।