ঈদের দিনেও থামেনি ঘরমুখো মানুষের স্রোত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
ঈদুল আজহার দিনেও থামেনি ঘরমুখো মানুষের স্রোত। ভোগান্তি এড়াতে ও কর্মব্যস্ততায় ছুটি না পাওয়ায় অনেকে ঈদের দিন বাড়ি ফেরেন। তবে বৃষ্টির কারণে নতুন ভোগান্তি পোহাতে হয় তাদের।
বৃষ্টির বারতা নিয়ে এসেছে ত্যাগ ও মহিমায় মহিমান্বিত হওয়ার ঈদ। আবহাওয়ার খামখেয়ালি পানাকে উপেক্ষা করেই স্বজনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে শেকড়ের টানে ঈদের দিনে ছুটছেন অনেকে।
রাজধানীর বাস টার্মিনালে ছিল ঘরমুখো মানুষের ভিড়। বৃষ্টির কারণে তাদের পোহাতে হয় দুর্ভোগে।
সদরঘাট লঞ্চ টার্মিনালেও ঘরমুখো মানুষের চাপ। তবে ছিল না হাঁকডাক।
কোলাহল মুক্ত যাত্রীহীন কমলাপুর রেলস্টেশন। ঈদের দিন ট্রেন চলাচল বন্ধ থাকার তথ্য, সবার জানা না থাকায়, স্টেশনে এসে কেউ কেউ দুর্ভোগে পড়েন।
আপনজনদের সঙ্গে ঈদ উদযাপনের উচ্ছ্বাস এতোটাই বেশি যে, সব দুর্ভোগ মারিয়ে ছুটে চলেন সবাই।