সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না কোরবানির পশুর চামড়া
- আপডেট সময় : ০২:১৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩
- / ১৬৬০ বার পড়া হয়েছে
দেশে সব কিছুরই দাম যখন বাড়তি, তখন গত ১০ বছরে কাঁচা চামড়ার দাম কমিয়ে অর্ধেকেরও নীচে নামিয়ে দিয়েছে সরকার। তারপরও সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না কোরবানির পশুর চামড়া। বিক্রেতারা আরো কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এবার বৃষ্টির কারণে চামড়া নষ্ট হওয়ারও আশঙ্কায় রয়েছেন ক্রেতারা। এদিকে, নির্দিষ্ট স্থান ছাড়া চামড়া বিক্রি করতে দিচ্ছে না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
কোরবানির পরপরই রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে পশুর চামড়া নিয়ে আসতে শুরু করেন পাড়া মহল্লা থেকে চামড়া সংগ্রহকারীরা।
কেউ কেউ ভালো দামে বিক্রি করলেও; অনেকেই বেশ সস্তায় বিক্রিতে বাধ্য হচ্ছেন চামড়া। মূলত ক্রেতাদের পাশাপাশি মূল্যবান এই সম্পদ সংগ্রহের সঠিক ব্যবস্থাপনার অভাবকে দায়ী করা হচ্ছে। বিক্রেতারা বলছেন, চামড়ার নায্য দাম মিলছে না।
তবে ক্রেতারা বলছেন, ভালো দামেই চামড়া কিনছেন তারা। তবে চামড়ার মান নষ্টতে বৃষ্টি বড় প্রভাব ফেলবে বলে আশঙ্কা তাদের। এদিক, রাজধানীর পোস্তার আড়ত ছাড়া অন্যত্র চামড়া কেনাবেচা করতে দিচ্ছে না সিটি কর্পোরেশন।
এবার ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪৫ থেকে ৪৮ টাকা নির্ধারণ করে দিয়েছিল সরকার।