হাসিনা সরকার ক্ষমতায় থাকলে স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন হবে না : ফখরুল
- আপডেট সময় : ০৫:৪১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবাই জানে, হাসিনা সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন হবে না। এতদিন সব গণতান্ত্রিক দল গুলোও তাই বলেছে, এখন আন্তর্জাতিক বিশ্বও তাই মনে করে।
সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় ফখরুল আরো বলেন, সরকার নিজেই রাজনৈতিক সংকট তৈরী করেছে। একদলীয় শাসন ব্যবস্থা কায়েমে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। জনগণ এই সরকারকে প্রত্যাক্ষাণ করে আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে।
গত কয়েক বছর ধরে প্রমাণ হয়েছে বিএনপি কখনো ভায়োলেন্স করে না। উল্টো সরকারি দল এবং সরকারের এজেন্সি গুলো ভায়োলেন্স করে দোষ চাপাতে চায় বিএনপির উপর। তবে এবার তারা সেই দোষ চাপানোর সুযোগ পায়নি। ফখরুল বলেন, বিএনপি বিএনপির জন্য আন্দোলন করছে না, জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়া ও সাংবিধানিক অধিকার রক্ষায় আন্দোলন করছে। বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে চায়।