ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে সরকারি অফিস-আদালত
- আপডেট সময় : ০১:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
- / ১৬৬১ বার পড়া হয়েছে
ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে সরকারি অফিস-আদালত। ভোর থেকেই বাস, ট্রেন ও লঞ্চে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী
মানুষ। তবে এখনো সদরঘাট লঞ্চ টার্মিনাল, বিভিন্ন বাস টার্মিনাল, কমলাপুর স্টেশনে ঢাকা থেকে বাড়ি ফেরা যাত্রীর সংখ্যাও ছিলো চোখে পড়ার মতো। এবার স্বস্তিতে যাতায়াত করতে পারায় উচ্ছ্বাসিত মানুষ।
স্বজনদের সাথে ঈদ উদযাপনে যারা রাজধানী ছেড়ে গ্রামে গিয়েছিলেন, এখন তাদের ফেরার পালা। টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে অফিসে যোগ দিয়েছেন কর্মজীবী মানুষ। খুলছে ব্যাংক-বিমা, অফিস-আদালত, শেয়ারবাজারসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। তবে ছুটি শেষ হলেও অফিস-আদালতের কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও দুয়েকদিন সময় লাগবে।
ভোর থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে একে একে সদরঘাটে ভিড়তে থাকে ঢাকা মুখী লঞ্চ। স্বজনদের ছেড়ে আসায় চোখে-মুখে খানিকটা বিষন্নতা থাকলেও পেশাগত দায়িত্বের কথা মনে রেখে সেসব ভুলে যেতে হয় কর্মজীবীদের।
তবে কমলাপুর স্টেশনে ঢাকা ছাড়ার মানুষের সংখ্যাই ছিলো বেশি। নানা ঝুঁকি ঝামেলায় আগে যারা গ্রামে যেতে পারেনি, তারাই ছুটেছেন এখন।
এদিকে, দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় ফিরতে শুরু করেছে দূরপাল্লার যাত্রীবাহী বাস। ঢাকায় যারা কোরবানী দিয়েছেন, তাদের অনেকে আবার নাড়ির টানে বাড়ি যাচ্ছেন।
বাস, ট্রেন ও লঞ্চ, সব পথেই এবারের ঈদযাত্রা ভোগান্তি মুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা।