ঝালকাঠিতে তেলবাহী জাহাজ বিস্ফোরণের তদন্ত কমিটি গঠন

- আপডেট সময় : ০৫:৫২:২৭ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
- / ১৭০৩ বার পড়া হয়েছে
ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।নিখোঁজদের খোঁজে সুগন্ধা পাড়ে স্বজনদের কান্নার আহাজারী।
বিস্ফোরণের পর জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সকাল থেকে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু হলে দুপুরে একজনের মরদেহ উদ্ধার হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লে. কর্নেল শাফায়েত জানান, এখনো তার পরিচয় জানা যায়নি। এছাড়া, তেল সরানোর কাজ চলছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তিন নিখোঁজের স্বজনরা রাতেই ছুটে যান। বরিশাল হাসপাতালসহ কোথায় তাদের খুঁজে না পেয়ে ছবি দেখিয়ে সুগন্ধা পাড়ে খুঁজে ফিরছেন তারা। সাগর নন্দিনী-২ জাহাজটি প্রায় ১১ লাখ লিটার পেট্রোল এবং ডিজেল নিয়ে সুগন্ধা নদীতে নোঙরের পর ইঞ্জিন বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এসময় জাহাজে মাস্টারসহ মোট ৯ কর্মচারী ছিলেন। এর মধ্যে দগ্ধ ৪জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিখোঁজ হয় ৫ জন।