ঈদের চতুর্থ দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়
- আপডেট সময় : ১০:০৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
- / ১৭৫৬ বার পড়া হয়েছে
ঈদের তিনদিন বৃষ্টিতে ফাঁকা থাকলেও, চতুর্থ দিনে এসে রাজধানীর বিনোদন কেন্দ্রে নগরবাসীর উপচে পড়া ভিড়। তারা বলছেন, ঈদের ব্যস্ততা আর বৃষ্টির কারণে এবারের ঈদ আনন্দ অনেকটাই থমকে গেছে।বৃষ্টির ফাঁকে ফাঁকে বিনোদন কেন্দ্রে পরিবার-পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করছেন তারা।
ঈদ শেষ, কিন্তু এখনও কাটেনি তার রেশ। ঈদের আগ থেকে টানা বৃষ্টির কারণে ঈদের মজা পুরাপুরি উপভোগ করতে পারেননি নগরবাসী। একারণে রোববার বিনোদন প্রেমীদের পদাচরনায় মুখর নগরীর প্রতিটি বিনোদন কেন্দ্র। নগরবাসীর অক্সিজেন ভান্ডার খ্যাত রমনা পার্কে তরুণ-তরুণী, বয়স্ক ও শিশুদের পদচারণায় মুখর।
নয়নাভিরাম সৌন্দর্যে ঘেরা রাজধানীর হাতিরঝিলেও বিনোদন প্রেমীদের ভীড়। তারা জানালেন ঈদ আনন্দের কথা। ধানমন্ডি রবীন্দ্র সরোবরও মুখর দর্শণার্থীদের পদচারণায়। ভীড়। বৃষ্টির কারণে এতোদিন না আসতে পারলে, শেষ পর্যন্ত আসতে পেরে স্বস্তির কথা জানান।
এমন দিনেও পড়ন্ত বিকেলে বৃষ্টি এসে বাগড়া দেয় নগরবাসীর ঈদ আনন্দ বিনোদনে।