ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ
- আপডেট সময় : ০২:১৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
- / ১৭৬১ বার পড়া হয়েছে
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ভোর থেকেই বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ঢাকা ফেরৎ যাত্রীদের ভিড় দেখা যায়। তবে আজো ঘরমুখ মানুষের সংখ্যা ছিলো চোখে পড়ার মতো। অন্যবারের তুলনায় এবার ঈদুল আজহায় স্বস্তিতে যাতায়াত করতে পেরে উচ্ছ্বাসিত যাত্রীরা।
ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে শ্রমজীবি মানুষ। এ বছর রাজধানী ছাড়েন প্রায় ১ কোটি মানুষ। ঈদ শেষে তারা স্বজনদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর স্মৃতি নিয়ে ফিরছেন ঢাকায়।
ভোরে দেশের বিভিন্ন জেলা থেকে একে একে সদরঘাটে ভিড়তে থাকে ঢাকা মুখী লঞ্চগুলো। বৈরি-আবহওয়ার মধ্যে লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝায় না করায় সন্তুষ্টি প্রকাশ করেন তারা।
তবে কমলাপুর রেলস্টেশনে ঢাকা ছাড়ার মানুষের সংখ্যাই ছিলো বেশি। নানা ব্যস্ততায় যারা ঢাকা ঈদ কাটিয়েছেন, তারাই ছুটেছেন এখন।
এদিকে, দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় ফিরতে শুরু করেছে দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলো। তবে এখনো ফিরতি যাত্রীর সংখ্যা খুবই কম।
বাস, ট্রেন ও লঞ্চ, সব পথেই এবারের ঈদযাত্রা ভোগান্তি মুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা।