ঝালকাঠিতে তেলবাহী জাহাজ বিস্ফোরণে নদীতে নিখোঁজ আরো তিনজনের মর-দেহ উদ্ধার
- আপডেট সময় : ০৫:৩৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
- / ১৭২৪ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে তেলবাহী ট্যাঙ্কার সাগর নন্দিনী-২ বিস্ফোরণের তৃতীয় দিনে নিখোঁজ আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এনিয়ে নিখোঁজ ৪ জনেরই মরদেহ উদ্ধার করা হলো। বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ নির্ভীকসহ ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড উদ্ধার অভিযানে অংশ নেয়।
ঝালকাঠিতে তেলবাহী ট্যাঙ্কার সাগর নন্দিনী-২ বিস্ফোরণের তৃতীয় দিনে, বিআইডব্লিটিএর জাহাজ নির্ভিক নিয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড।
বিস্ফোরিত ট্যাঙ্কারের উড়ে গিয়ে ডুবে যাওয়া অংশটি থেকে সুপারভাইজার মাসুদুর রহমান বেল্লাল ও মাষ্টার রুহুল আমিনের মরদেহ উদ্ধার করা হয়।
রোববার উদ্ধার হওয়া আবদুস সালাম হৃদয়কে নিয়ে তিন জনের লাশ উদ্ধার হলো। নিখোঁজ জাহাজের চালক সারোয়ারের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।
বিস্ফোরণের ঘটনা তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি।
ঈদের দিন সাগর নন্দিনী-দুই ট্যাংকারটি ১১ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে ঝালকাঠির সুগন্ধা নদীর পাড়ে আসে। রাজাপুর গ্রামের কাছে নোঙ্গর করা জাহাজটিতে শনিবার দুপুরে হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন দগ্ধ হন।