জুলাই মাসে মধ্যাঞ্চলসহ উত্তর-পূর্ব-পশ্চিম ও পার্বত্য বন্যা হতে পারে
- আপডেট সময় : ০৮:৪৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
- / ১৭০২ বার পড়া হয়েছে
ভারী বর্ষণে জুলাই মাসে দেশের মধ্যাঞ্চলসহ উত্তর-পূর্ব-পশ্চিম ও পার্বত্য অববাহিকায় বন্যা হতে পারে। উজানে এবং দেশের ভেতরে কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে দেশের নদ-নদীর পানির স্তর বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
গেল বছরের বন্যার ভয়াবহতা কাটতে না কাটতেই আবারও প্লাবিত সুনামগঞ্জের অন্তত ছয় উপজেলার মানুষ। পাহাড়ি ঢল আর টানা ভারি বর্ষণে পানিবন্দি হাওর ও নদী তীরবর্তী লাখো মানুষ।
মৌসুমি বায়ুর সক্রিয় থাকায়, ঈদুল আজহার আগে থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয় টানা বৃষ্টি। রাজধানীসহ বিভিন্ন জেলায় ভারি বর্ষণ আরও কিছুদিন চলবে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ব্রক্ষপুত্র, যমুনা নদ-নদীর পানি সমতলে স্থিতিশীল থাকলেও উত্তর- পূর্বাঞ্চলে বৃদ্ধি পাচ্ছে।
বন্যার ব্যাপারে আগাম সতর্কীকরণে পানি উন্নয়ন বোর্ডের প্রস্তুতি রয়েছে । আর বন্যা পরিস্থিতিসহ সবরকম দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতির কথা জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।