সেতু সংকটে চরম দুর্ভোগে গাইবান্ধার সাদুল্যাপুরের ১০ গ্রামের হাজারো মানুষ
- আপডেট সময় : ০২:২৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
সেতু সংকটে চরম দুর্ভোগে গাইবান্ধার সাদুল্যাপুরের ১০ গ্রামের হাজারো মানুষ। নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে গিয়ে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় সাঁকো মেরামত হলেও সেতু নির্মাণের দাবী স্থানীয় বাসিন্দাদের।
চিকিৎসা, বাজার-সদাই যে কোন প্রয়োজনেই শহরে প্রবেশের এক মাত্র ভরসা এই বাঁশের সাঁকো। প্রায় দশ গ্রামের হাজারো মানুষ প্রতিদিন এই নড়বড়ে সাঁকোর উপর দিয়ে যাতায়াত করে। শুষ্ক মৌসুমে নদী পার সহজ হলেও বর্ষা মৌসুমে বেড়ে যায় ঝুঁকি।
উত্তর দামেদারপুর ঘাঘট নদীর উপর ১০ বছর আগে নির্মিত এই সাঁকো অকেজো হওয়ার পর স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় মেরামত করা হয়।তবে সাঁকো পারাপারে সবচেয়ে বেশি ভোগান্তি বাড়ে রোগী ও শিক্ষার্থীদের। বৈদ্যূতিক আলো না থাকায় রাতের অন্ধকারে ঘটে দুর্ঘটনা।
স্থানীয় সংসদ সদস্য জানান, ইতোমধ্যে সাঁকো মেরামত করে চলাচল উপযোগী করা হয়েছে। আগামী বাজেটে সেতু নির্মাণের প্রস্তাব দেয়া হবে।
সেতু নির্মাণ হলে যাতায়াত ব্যবস্থাসহ বাড়বে ব্যবসা-বাণিজ্য।
*সেতু সংকটে দূর্ভোগে গাইবান্ধা সাদুল্যাপুরের হাজারো মানুষ/ নড়বড়ে সাঁকো পারাপারে ঘটছে দুর্ঘটনা/ আগামী বাজেটে ব্রিজের আশ্বাস স্থানীয় এমপির