রাজধানী এখনও পুরোপুরি ফেরেনি তার চিরচেনা রূপে
- আপডেট সময় : ০১:৪৮:১৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
- / ১৭৩৫ বার পড়া হয়েছে
রাজধানী এখনও পুরোপুরি ফেরেনি তার চিরচেনা রূপে। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি কোথাও নেই সেই ঘন্টার পর ঘন্টা যানজট। ছুটি কাটিয়ে যারা এরই মধ্যে কর্মস্থলে ফিরেছেন, তারা এখনো অনেকটা স্বস্তিতেই গন্তব্যে পৌঁছাতে পারছেন। তবে অনেকে মনে করছেন আগামী সপ্তায় স্কুল-কলেজ খুলে গেলে পুরোপুরি পুরনো চেহারায় ফিরবে রাজধানী।
ঈদের সরকারি ছুটি শেষ হয়েছে চার দিন হলো—-তারপরেও অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকা। প্রাইভেট সেক্টরের অনেকের ছুটি এখনো শেষ হয়নি। তার ওপর এখনো খোলেনি শিক্ষা প্রতিষ্ঠান।
আপস…..
প্রধান সড়কগুলোতে নেই সেই চিরচেনা যানজটের দৃশ্য। গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট ছাড়া সড়কে নেই গাড়ির সেই চিরচেনা যানজটের দৃশ্য।
গণপরিবহনের তেমন উপস্থিতি না থাকলেও প্রাইভেট যানবাহনের উপস্থিতি বেশ।
যানজট না থাকায় অনেকটা স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারছেন নগরবাসী।
সরকারি অফিস খুললেও এখনো বন্ধ আছে স্কুল-কলেজ থেকে শুরু করে অনেক শিল্প-কারখানা। ফলে সড়কে যানবাহনের চাপ কিছুটা কম বলে জানান ট্রাফিক কর্মকর্তারা।
আগামী সপ্তাহ থেকে পুরোপুরি পুরনো চেহারায় ফিরবে রাজধানী, এমনটাই মনে করছেন সবাই।