বাংলাদেশ যেন আর পিছিয়ে না যায়, সেভাবেই দেশকে গড়ে তুলছে সরকার : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ যেন আর পিছিয়ে না যায়, সেভাবেই দেশকে গড়ে তুলছে সরকার। দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব পালনে পিজিআরসহ সব বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট–পিজিআরের প্রতিষ্ঠাবর্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পিজিআরের একটি চৌকষ দল তাঁকে রাষ্ট্রীয় সালাম জানায়।
পরিদর্শন বইয়ে সাক্ষর করেন প্রধানমন্ত্রী। প্রথা অনুযায়ী অংশ নেন গ্রুপ ফোটসেশনে। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা ও সেনা প্রধান।
পিজিআর সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তাদের একনিষ্ঠ কাজের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
বিশ্বমানের সেনাবাহিনী গড়তে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।
বদলে যাওয়া বাংলাদেশের চিত্র তুলে ধরে সরকার প্রধান বলেন, দেশের অগ্রযাত্রা আর পিছিয়ে না যায় সেটাই সরকারের লক্ষ্য।
বক্তব্যে প্রসঙ্গ ছাপিয়ে উঠে আসে কাঁচা মরিচের দাম। আমদানি নির্ভরতা কমাতে সংরক্ষণ ও উৎপাদনে মনযোগী হবার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।