কাঁচা মরিচের ঝাঁজে আবার অস্থির কাঁচাবাজার
- আপডেট সময় : ০৪:৫১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / ১৭৬৫ বার পড়া হয়েছে
কাঁচা মরিচের ঝাঁজে আবার অস্থির কাঁচাবাজার। পাল্লা দিয়ে বাড়ছে দাম। গত ২ জুলাই রাজধানীতে কাঁচা মরিচের সর্বোচ্চ দাম ওঠে ৫শ’ থেকে ৬শ’ টাকা কেজি। ভারত থেকে আমদানি শুরু হলে বাজারে দাম কিছুটা কমে, তাও কেজি দাঁড়ায় ২০০ থেকে ৩০০ টাকা।
কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে মধ্যরাতে রাজধানীর কারওয়ান বাজারের আড়তে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তবে অভিযানের খবর পেয়ে সটকে পড়ে অনেক আড়ৎদার। আব্দুল জব্বার মণ্ডল বলেন, অভিযানের উদ্দেশ্য ছিল কাঁচামরিচ কোথা থেকে আসে, কত দামে আসে এবং কত দামে বিক্রি হচ্ছে? এই প্রক্রিয়ার মাঝে কোনো কারসাজি আছে কি না তাও দেখা। এই বিষয়ে একটি প্রতিবেদন জমা দেয়া হবে।
এদিকে রাতে অভিযানের প্রতিক্রিয়ায়, সকালে বাড়তে থাকে কাঁচা মরিচের দাম। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ কেজি প্রতি ৫২০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। অনেক স্থানে এর চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে।