জয়পুরহাটে মোহাম্মদ আলী হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত
- আপডেট সময় : ০৫:৪৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / ১৭৯১ বার পড়া হয়েছে
জয়পুরহাটে মোহাম্মদ আলী হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মোহাম্মদ আলীকে ২০০৪ সালের ১০ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় স্কুল মাঠে ফুটবল খেলা দেখার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামীরা। ওইদিন মোহাম্মদ আলীসহ আসামীরা মিলে ভিসিডি ও ক্যাসেট ভাড়া নেন স্থানীয় বাজার থেকে। সেই ভাড়া করা ভিসিডি আসামীরা একজনের কাছে বিক্রি করে দেন। এ নিয়ে মোহাম্মদ আলীর সাথে তাদের কথা কাটাকাটি হয়। এর জেরে তাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে যায়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর নিহতের বাবা পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা করেন।
এদিকে, নাটোরের সিংড়ায় স্ত্রীকে হত্যা মামলায় স্বামী, শ্বাশুড়ীসহ তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত। সকালে এই রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ আব্দুর রহিম। মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ৩ অক্টোবর যৌতুকের দাবীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে বাড়ীর বারান্দায় ফেলে রেখে পালিয়ে যায় স্বামীসহ পরিবারের সদস্যরা। পরে নিহতের বাবা বাদী হয়ে নিহতের স্বামী, শ্বশুর, শ্বাশুড়ীসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।