ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে
- আপডেট সময় : ০২:১৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / ১৬১৮ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। গুলি, ছুরিকাঘাত ও বোমা হামলায়— ভোট গ্রহণ শুরুর প্রথম চার ঘণ্টার মধ্যেই অন্তত ৯ জন নিহত হন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সকালে রাজ্যের ২২ জেলার ৬৩ হাজার ২২৯টি গ্রাম পঞ্চায়েত আসন, ৯ হাজার ৭৩০টি পঞ্চায়েত সমিতির আসন এবং ৯২৮টি জেলা পরিষদের আসনে নির্বাচন শুরু হয়।
রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপি এসব সহিংসতার জন্য একে-অপরকে দোষারোপ করেছে। পঞ্চায়েত নির্বাচনের আগ থেকেই হামলা, সংঘর্ষ চলছিল। আজ নির্বাচনের দিন এই সংঘর্ষ প্রকট আকার ধারণ করে। রাজ্যের অসংখ্য জায়গায় গুলির ঘটনা ঘটে। কোথাও কোথাও বোমা হামলাও হয়। জেলার বিভিন্ন এলাকায় গুলিবিদ্ধ হন তৃণমূল, কংগ্রেস এবং সিপিএমের কর্মীরা। আগামী বছর ভারতে লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ বলে জানান বিশেষজ্ঞরা। ফলে নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। এসব সহিংসতায় নির্বাচনের আগের ৩০ দিনে অন্তত ১৮ জন নিহত হন।