ভারতে রেলকর্মীদের গাফিলতির কারণেই প্রাণ গেছে প্রায় ৩০০ যাত্রীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৭:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
ভারতের ওড়িশার ত্রিমুখী ট্রেন দুর্ঘটনায় ৩ রেলকর্মীকে গ্রেফতার করেছে দেশটির তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্ত কর্মকর্তারা বলছেন, ভয়াবহ দুর্ঘটনা হতে পারে এমনটি আগে থেকেই জানতেন এই ৩ রেলকর্মী। তাদের গাফিলতির কারণেই প্রাণ গেছে প্রায় ৩০০ যাত্রীর।
গত ২ জুন ওড়িশার বাহানগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার মুখে পড়ে করমণ্ডল এক্সপ্রেস, ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ি। এতে মৃত্যু হয় অন্তত ২৯৩ জন যাত্রীর, আহত হন হাজারেরও বেশি। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, সিগনালের ত্রুটির কারণে এমন দুর্ঘটনা হয়েছে। কিন্তু পরে তদন্তে উঠে আসে, কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়া কেবল সিগনালের ত্রুটির কারণে এতবড় সংঘর্ষ সম্ভব নয়। এরপরই গ্রেফতার করা হলো এই তিন রেলকর্মীকে।