মশার বিস্তার ঠেকাতে এবার ড্রোনের ব্যবহার শুরু চট্টগ্রাম সিটি কর্পোরেশনে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
মশার বিস্তার ঠেকাতে ঢাকার পর এবার বন্দর নগরীতেও ড্রোনের ব্যবহার শুরু করলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
সকালে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটি থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। তিনি জানান, অনেক ভবন মালিক সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের তাদের ভবনে উঠতে দেন না। তাই এই সব ভবনে মশার ওষুধ ছিটানো সম্ভব হয় না। অত্যাধুনিক ড্রোনের প্রযুক্তি ব্যবহার করে সেই সব ভবন ও বাসাকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। এই ড্রোনটি একশো থেকে দেড়শো মিটার উচ্চতায় উড়বে। একবার আকাশে উড়লে তিন বর্গ কিলোমিটর এলাকায় মশার প্রজনন শনাক্ত করা যাবে বলে জানায় সিটি কর্পোরেশন।