দেশে প্রথমবারের মত অটোমেটিক ভয়েস কলের মাধ্যমে ভুমি সেবা দিবে ভুমি মন্ত্রনালয়
- আপডেট সময় : ০৮:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
- / ১৫৬১ বার পড়া হয়েছে
দেশে প্রথমবারের মত অটোমেটিক ভয়েস কলের মাধ্যমে ভুমি সেবা দিবে ভুমি মন্ত্রনালয়। স্বয়ংক্রিয় ফোনের মাধ্যমে জানানো হবে ভুমি নামজারির শুনানি সহ সবশেষ তথ্য। নামজারি সেবা সম্পন্ন হবার পর সেবা গ্রহণকারী সেবার মানের বিষয়ে মতামতও দিতে পারবেন এই পদ্ধতিতে। বিকেলে রাজধানীর তেজগাওয়ে ডিজিটাল ভূমিসেবার উদ্বোধন করেন ভুমি মন্ত্রী সাইফুজ্জামান। এসময় তিনি বলেন, এ সেবার মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি থাকবে না দুর্নীতির কোন সুযোগ।
ভয়েস কলের মাধ্যমে ভুমি সেবার গুগনত মান মূল্যায়ন ও স্মর্ট নামজারির নোটিশ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন ভুমি মন্ত্রী সাইফুজ্জামান।
এসময় ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ভূমি মন্ত্রণালয় সেবামুখী মন্ত্রণালয়। আধুনিক সিস্টেমে ভোগান্তি কমে যাওয়া এ খাতে থাকবে না দুর্নীতি।
নামজারি শুনানির তারিখ ফোন করে জানানোর ‘ওয়ান ওয়ে’ ব্যবস্থা আগামী সেপ্টেম্বর থেকে ‘টু-ওয়ে’ তে উন্নীত করা হবে বলেও জানান তিনি।
স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে ভূমি সেবাকে জনবান্ধব করে গড়ে তোলার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে ভূমি মন্ত্রণালয়।