নওগাঁয় কম দামে বেচা-কেনা হচ্ছে ধান
- আপডেট সময় : ০১:৫২:২২ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
- / ১৮৩৬ বার পড়া হয়েছে
নওগাঁর হাটগুলোতে কম দামে বেচা-কেনা হচ্ছে ধান। যা গত দুই বছরের চেয়ে মণে অন্তত আড়াইশ থেকে ৩০০ টাকা কম। এমন পরিস্থিতিতে কৃষকরা হায়হুতাস করলেও চাল আমদানী আর মজুদই দাম কমার প্রধান কারণ বলে জানান, নওগাঁর ব্যবসায়ীরা।
ধানের হাট কিংবা আড়ৎ। নওগাঁয় মৌসুমের শেষ সময়েও সরগরম ধান কেনা-বেচা। চাষিরা বলছেন, প্রতি মণ জিরা ধান সাড়ে ১৩শ’, কাটারি ১২শ’ আর সরু জাতের নাইনটি বিক্রি হচ্ছে ১৩শ’ টাকায়। যা গত দুই বছরের তুলনায় মণে অন্তত আড়াই থেকে ৩’শ টাকা কম। এতে হতাশ চাষীরা।
সার, কিটনাশক, সেঁচ সব কিছুতেই খরচ বেড়েছে, বেড়েছে শ্রমিকের মজুরি। তবে ধানের দাম এত কমছে কেন? ব্যবসায়ীরা বলছেন, হালে চাল আমদানী আর ব্যাপক মজুদের ফলে ধানের দাম ক্রমশ কমছে।
তবে খাদ্যমন্ত্রী বলছেন, হাটগুলোতে সরকার নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে ধান। চাল-ধানের মজুদ এতই বেশি, যে রাখার যায়গা নিয়ে ভাবতে হচ্ছে সরকারকে।
উর্ধ্বগতির বাজারে ধানের উৎপাদন খরচ ও বিক্রি মূল্যে সামাঞ্জস্য রাখার দাবী চাষীদের।