চট্টগ্রামে বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২০:০০ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ডাকাতি ছিনতাই ও কিশোর গ্যাং প্রতিরোধে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রাম রেব।
রোবাস্ট পেট্রোলিং ও গুরুত্বপুর্ণ এলাকাগুলোতে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে।
সকালে নগরীর টাইগারপাস মোড়ে শীর্ষ কর্মকর্তারা উপস্থিতিতে এই কর্মসূচির উদ্বোধন করেন লে: কর্ণেল মাহবুব আলম। রেব জানায়, সম্প্রতি সময়ে চট্টগ্রাম জুড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ব্য বেড়ে গেছে। এছাড়াও বেড়েছে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি। ফলে এসব অপরাধ প্রতিরোধের পাশাপাশি দোষীদের গ্রেফতারে বিশেষ কর্মসুচি চলছে। মাসব্যাপী অভিযানে ২৪ ঘন্টায় কাজ করছে রেবের ১৮ টিম। এই ধরনের অপরাধ দমনের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করবে সক্রিয় এই দল। নগরীতে চাঁদাবাজি, ছিনতাই কিংবা কিশোর গ্যাংয়ের তৎপরতার অভিযোগ রেবের কন্ট্রোল রুমে জানাতে নগরবাসীর প্রতি আহবান জানানো হয়েছে।