দেশে গণতন্ত্র নেই বলেই বিদেশিরা আসছে : ফখরুল
- আপডেট সময় : ০১:৩৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
বাংলাদেশে নির্বাচন ও গণতন্ত্র নেই বলেই বিদেশিরা আসছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতেই বিএনপি কর্মসূচির দিন আওয়ামী লীগ সমাবেশ করে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘নারী নেতৃত্ব অগ্রগতি বিষয়ক’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বলছে বিরোধী দলকে কোনো বাধা দেয় না। এটা সম্পূর্ণ ভাওতাবাজি। তারা ইচ্ছাকৃতভাবে গোটা দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে চাচ্ছে।
সোমবার রাতে মগবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এটা অত্যন্ত সুপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত, ষড়যন্ত্র ও চক্রান্তমূলক। যারা গণতন্ত্রকে ধ্বংস ধ্বংস করেছে, বিরোধী দলকে যারা দোষারোপ করতে চায় তারা বিভিন্ন এজেন্সি দিয়ে এসব করাচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করা হয়েছে। সেই গণতন্ত্রকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। তারা একের পর এক আইন করছে।