তাহের হত্যা মামলায় দুই আসামীর প্রাণভিক্ষার আবেদন নাকচ
- আপডেট সময় : ০৫:৩৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
- / ১৬৩০ বার পড়া হয়েছে
অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলায় দুই আসামীর প্রাণভিক্ষার আবেদন ফিরিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি। পরে রায় স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী জাহাঙ্গীর আলম। এ ঘটনায় শুরু হয়েছে তোলপাড়। ফাঁসি কার্যকরের মাত্র কয়েকদিন আগে এ ধরনের রিটকে আদালত অবমাননা বলছেন অধ্যাপক ড. তাহের আহমেদের কন্যা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামী অধ্যাপক মিয়া মো. মহিউদ্দিন ও জাহাঙ্গীর আলম প্রাণভিক্ষার আবেদন করেন। জুনের শেষ সপ্তাহের দিকে রাষ্ট্রপতি তা নাকচ করে দেন। ফাঁসি কার্যকরে কেবল সময়ের অপেক্ষা।
এমন পরিস্থিতিতে সোমবার ফাঁসির আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন আসামী জাহাঙ্গীরের ভাই সোহরাব হোসেন। এই রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর না করতে ওইদিন বিকেলেই রাজশাহী কারা কর্তৃপক্ষ চিঠি পেয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকরের মাত্র কয়েকদিন আগে রিটের ঘটনায় শুরু হয়েছে তোলপাড়। হাইকোর্টের রেজিস্ট্রারকেও চিঠি দিয়েছেন সিনিয়র জেল সুপার। যদিও এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয় নি কারা কর্তৃপক্ষ। (জেল জিভি ফুটেজ)
রায় কার্যকরের আগে রিটের খবরে বিস্মিত ড. তাহেরের মেয়ে। এ ধরণের সিদ্ধান্ত আদালত অবমামনার শামিল বলছেন তিনি।
এদিকে, আইনী প্রক্রিয়া শেষ হওয়ায় গত ২৩মে এই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামী অধ্যাপক মিয়া মহিউদ্দিনকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। (বিশ্ববিদ্যালয়ের জিভি)
২০০৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক তাহের আহমেদ হত্যা মামলর চূড়ান্ত রায়ে মহিউদ্দিন ও জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ড এবং অপর দুই আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। (কোয়ার্টার ফুটেজ)