একদফা কর্মসূচি ঘোষণায় নয়াপল্টনে বিএনপির সমাবেশ লোকারণ্য
- আপডেট সময় : ০১:৩২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
- / ১৭৭২ বার পড়া হয়েছে
সরকার পতনের এক দফার চূড়ান্ত আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে নয়াপল্টনে আজ বিএনপির সমাবেশ। এরই মধ্যে সেখানে জড়ো হতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা।
সকাল থেকে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখর নয়াপল্টন। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছয়টি ট্রাকে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। বেলা ১২টার মধ্যেই কার্যালয়ের সামনের সড়ক নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরসহ বিভিন্ন জেলা বিএনপির নেতাকর্মীদের মৎস্যভবনসহ নয়াপল্টনের বিভিন্ন গলিতে অবস্থান নিয়েছেন।
রাজধানীর ১২টি স্থান থেকে বিএনপির সাথে যুগপৎভাবে একই ঘোষণা দেবে গণতন্ত্র মঞ্চ, ১২–দলীয় জোট, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণফোরাম, এবি পার্টিসহ ৩৭টি রাজনৈতিক দল ও জোট। এদিকে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগকেও একই সময়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। দুই দলকে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত স্থানে সমাবেশ করার নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে, ঢাকায় বিএনপির সমাবেশে যোগ দিতে টাঙ্গাইলের ধনবাড়ি থেকে রওনা হওয়া যুবদল ও ছাত্রদলের ১২ নেতাকর্মীর উপর গোপালপুরের শিমলা বাজারে হামলার ঘটনা ঘটেছে।
গতরাত দুইটার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে ১২ নেতাকর্মী আহত হয়। রাতেই তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে স্বজনরা। ধনবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ বলেন, বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা গোপালপুর শিমলা বাজারে পৌছালে সরকার দলীয় নেতাকর্মীরা মাইক্রোবাস থামিয়ে অতর্কিত হামলা চালায়। এতে মাইক্রোবাসে থাকা ১২ নেতাকর্মী গুরুতর আহত হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক।