গুলশান শপিং সেন্টার সিলগালা করার প্রতিবাদে সড়ক অবরোধ ব্যবসায়ী-কর্মচারীর
- আপডেট সময় : ১০:০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
রাজধানীর গুলশান-১ নম্বরে গুলশান শপিং সেন্টার সিলগালা করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ী-কর্মচারীরা। চার ঘণ্টা অবরোধের পর পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে বাগবিতণ্ডা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। বিক্ষোভরত ব্যবসায়ী-কর্মচারীরা ছত্রভঙ্গ হয়ে ফিরে যাওয়ার সময় কয়েকটি গাড়ি ভাংচুর করে। এরপরই যানবাহন চলাচল শুরু হয়।
ঢাকার উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলা সাড়ে ১১টার দিকে গুলশান এক নম্বরে ঝুঁকিপূর্ণ গুলশান শপিং সেন্টার ভবনটি সিলগালা করে দেন।
এর প্রতিবাদে মার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, সময় না দিয়েই মর্কেট সিলগালা করা হয়েছে।
বিক্ষোভের একপর্যায়ে ব্যবসায়ী-কর্মচারীরা গুলশান-১ নম্বর গোল চক্করে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গুরুত্বপূর্ণ গোল চক্কর বন্ধ থাকায় চারদিকের রাস্তায় আটকা পড়ে শত শত যানবাহন।
সাড়ে তিন ঘণ্টা পর পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিতে গেলে, বাকবিতন্ডার পর শুরু হয় সংঘর্ষ। পুলিশের পিটুনির প্রতিবাদে বৃষ্টির মত ঢিল ছুড়তে থাকে বিক্ষোভকারীরা। সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়।
একপর্যায়ে পুলিশ বিক্ষুব্ধ ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এসময় বেশকিছু গাড়ি ভাংচুর করে বিক্ষোভকারীরা।
ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা সড়ক থেকে সরে গেছে, বিকেল ৪টার পর গুলশান এক নম্বর গোল চক্কর হয়ে যান চলাচল স্বাভাবিক হয়।