দেশে আপাতত বড় ধরনের বন্যার আশঙ্কা নেই : বন্যা পূর্বাভাস কেন্দ্র
- আপডেট সময় : ০৩:০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
- / ১৭১৬ বার পড়া হয়েছে
বৃষ্টিপাত কমায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশে আপাতত বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে তিস্তা নদীর পানি বৃদ্ধিতে, নীলফামারী ও লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান। আর বন্যা মোকাবিলায় সব প্রস্তুতি রয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক রমজান আলী প্রামাণিক।
কয়েক দিনের টানা বর্ষণে দেশের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। সুনামগঞ্জ ও উত্তরাঞ্চলের বেশকিছু জেলায় বন্যা দেখা দেয়।
এমন পরিস্থিতিতে ভারতের মেঘালয় ও আসামে ভারী বর্ষনে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। সেখানকার বেশ কয়েক জেলা এখন পানির নিচে। শত শত গ্রাম প্লাবিত ও বিধ্বস্ত হওয়ায় ক্ষতির মুখে লাখো মানুষ।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশে বড় বন্যার আশঙ্কা বিরাজ করছে সিলেট বিভাগ ও উত্তরাঞ্চলের মানুষের মধ্যে।
উত্তরাঞ্চলে নদনদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও, দেশে বৃষ্টিপাতের পরিমাণ কমায় বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ভারী বর্ষনে সৃষ্ট বন্যরা পানি নেমে তিস্তা অববাহিকায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
বৃষ্টিসহ বন্যার সম্ভাব্যতা সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক।
বন্যা মোকাবিলায় সবরকম প্রস্তুতি রয়েছে বলেও জানান রমজান আলী প্রামানিক।