বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলেসহ ছয় জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
- / ১৭৫১ বার পড়া হয়েছে
বগুড়ায় আলাদা দুই সড়ক দুর্ঘটনায় মা ও ছেলেসহ ছয় জন নিহত হয়েছেন।
বগুড়া-নওগাঁ সড়কের আদমদীঘির মুরুইলে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও সহকারিসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন। পুলিশ জানায়, সকালে নওগাঁ থেকে ঢাকাগামী একটি ট্রাক আদমদিঘির মুরুইলে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকে ধাক্কা দেয়। এতে ট্রাক চালক কাজল মিয়া, সহকারি সাইফুল ইসলাম, ব্যবসায়ী রাকিবুল ইসলাম এবং মোস্তাক নামে চারজন নিহত হয়। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, গতকাল রাতে বগুড়ার শাহজাহানপুরের কাঁটাবাড়িয়ায় দ্রুতগামী আরেকটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটর সাইকেলে থাকা মা জাকিয়া আক্তার ও তার ৫ বছর বয়সী ছেলে তাশফিয়ান রহমান মারা যান।