ইউরোপীয় ইউনিয়ন দেশে সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা চেয়েছে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:২৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
ইউরোপীয় ইউনিয়ন দেশে সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা চেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনী ব্যবস্থা সংস্কারে আওয়ামী লীগের অঙ্গীকারে তারা আশ্বস্ত বলেও দাবি করেন তিনি। বলেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর নেতৃত্বে থাকবে নির্বাচনকালীন সরকার। অন্যদিকে বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে ইইউ প্রতিনিধিদের জানিয়েছে বিএনপি। স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডের ওপর গুরুত্বারোপ করেন। রাজধানীতে ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তারা এসব কথা বলেন।
দুপুর ১২ টায় রাজধানীর বনানীর একটি হোটেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষনে আসা প্রতিনিধি দল। নেতৃত্ব দেন দলনেতা সেলোরি রিকার্ডো।
দেড়ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চেয়েছে ইইউ প্রতিনিধিদল।
ত্বাবধায়ক সরকার ও সংলাপের বিষয় বৈঠকে আলোচনা হয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনকালীন সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন।
এর আগে, সকাল ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন ইইউ প্রতিনিধি দল।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, দেশে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নেই বলে ইইউ প্রতিনিধিদের জানিয়েছে বিএনপি।
তিনি বলেন, ক্ষমতাসীন দলের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এখন পর্যন্ত দেশে সংলাপের পরিবেশ নেই। নেই লেভেল প্লেয়িং ফিল্ড। বরং নির্বাচনের ভোটচুরি এখন থেকেই শুরু করেছে সরকার।
আবারও নির্বাচনকে নিয়ন্ত্রণ করে জোর করে ক্ষমতায় যেতে চায় আওয়ামী লীগ বলেও অভিযোগ করেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী।