সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে : বিশিষ্টজনরা
- আপডেট সময় : ০৮:০০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
- / ১৭৮৮ বার পড়া হয়েছে
সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নেই। জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে এসব কথা বলেন বিশিষ্টজনরা। জনমতকে প্রাধান্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূনর্বহালের দাবি জানান তারা।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও বিদ্যমান সংকট উত্তরণের উপায় নিয়ে জাতীয় প্রেসক্লাবে সেমিনারের আয়োজন করে পলিসি ম্যানেজম্যান্ট এন্ড রিসার্চ সোসাইটি।
আপস: বিজন কান্তি সরকার (মূল প্রবন্ধ উপস্থাপক)
সেমিনারে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সমালোচনা ও সুষ্ঠু নির্বাচনে প্রতিষ্ঠায় তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্ব তুলে ধরেন বিশিষ্টজনেরা।
আলোচনায় অংশ নিয়ে সোসাইটির চেয়ারম্যান ও সাবেক সচিব মোঃ ইসমাইল জবিউল্লাহ বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বাতিলই বিদ্যমান রাজনৈতিক সংকটের প্রধান কারন।
সেমিনারের প্রধান বক্তা অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান বলেন, দেশে এখনো দলীয় সরকারের অধীনে নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হয়নি।
জনমতের ভিত্তিতে গঠিত তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত রায়ে সংবিধান থেকে বাতিল করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।