আ’লীগ সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না : ইইউকে জামায়াতে ইসলামী
- আপডেট সময় : ১০:১৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
- / ১৭১৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন হতে পারে না বলে ইইউ প্রতিনিধি দলকে জানিয়েছে জামায়াতে ইসলামী। নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন এবং এ নিয়ে সংলাপের দাবি জানিয়েছে তারা। আর রাজনৈতিক সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধানের পক্ষে মত দিয়ে, জাতীয় পার্টির নেতারা বলেছেন,আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠকের পর এসব কথা বলেন দল দুটি নেতারা।
রাজধানীর গুলশানের একটি বাসায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল।
বৈঠক শেষে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, জাতীয় পার্টির এক দফা হলো সুষ্ঠু নির্বাচন। এজন্য দলগুলোর মধ্যে সংলাপ চান তারা।
বেলা আড়াইটায় গুলশানে জামাতের ৪ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করে ইইউ প্রতিনিধিদল। দলটির নেতৃত্ব দেন নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, নির্বাচনকালীন সরকারসহ সুনির্দিষ্ট কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে।
পরে ইইউ প্রতিনিধিদলের সাথে বৈঠক করে,এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলামের নেতৃত্ব ৫ সদস্যের প্রতিনিধি দল।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া প্রয়োজন বলে জানায় এবি পার্টি।