অর্থপাচার মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা জিকে শামীম ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ১৮৪২ বার পড়া হয়েছে
অর্থপাচার মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা জিকে শামীম ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় দেন। উচ্চ আদালতে আপিল করা হবে জানালেন আসামী পক্ষের আইনজীবীরা।
৪ বছর করে অন্য আসামীদের কারাদণ্ড দেয়া হয়েছে । তারা হলেন- দেলোয়ার হোসেন, মোরাদ হোসেন, জাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আনিছুল ইসলাম। এর আগে ১৫ জুন ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ২৫ জুন দিন ধার্য করেন। গত ২৫ জুন মামলার রায় ঘোষণা ও অধিকতর যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। এদিন আসামি পক্ষের আইনজীবী অধিকতর যুক্তি উপস্থাপন করেন। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর সাত সশস্ত্র দেহরক্ষীসহ জি কে শামীমকে তার কার্যালয় থেকে আটক করে রেব।