দেশ ছাড়িয়ে নওগাঁর আম যাত্রা করছে বিদেশে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
দেশ ছাড়িয়ে নওগাঁর আম যাত্রা করছে বিদেশে। প্রতিবছরই বাড়ছে রপ্তানি। ব্যবসা হচ্ছে কোটি টাকার। ফলে চাষীদের মাঝে রপ্তানিযোগ্য আম উৎপাদনে আগ্রহ বাড়ছে। রপ্তানি প্রক্রিয়া সহজ করার দাবি জানান তারা। আর উন্নত যোগাযোগ ব্যবস্থাসহ আম সংরক্ষণের জন্য হিমাগার তৈরির দাবি ব্যবসায়ীদের।
আম রূপালী, বারী-৪, ব্যানানা ম্যাংগো। নওগাঁ থেকে এই তিন জাতের আম রপ্তানি হচ্ছে সৌদি আরব, ইতালি, অস্ট্রেলিয়া, স্পেনসহ কয়েকটি দেশে। স্বাদের দিক থেকে নওগাঁর আম রুপালী দেশ সেরা।
ব্যবসায়ীরা বলছেন, পরিবহন ব্যবস্থা উন্নতসহ স্থানীয়ভাবে আম সংরক্ষণের জন্য হিমাগার প্রয়োজন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, নিরাপদ উৎপাদন পদ্ধতি অনুসরন করে চাষিদের প্রশিক্ষন দিচ্ছে কৃষি বিভাগ।
এ মৌসুমে জেলায় ৩০ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়েছে।