দেশে বেড়েই চলেছে ডেঙ্গুর ভয়াবহতা
- আপডেট সময় : ০১:৩৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
দেশে বেড়েই চলেছে ডেঙ্গুর ভয়াবহতা। কোনোভাবেই থামাছে না ডেঙ্গুর প্রকোপ। চলতি মাসে ৫৩ জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২০ হাজার। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, সঠিক সময়ে চিকিৎসা না নিলে, প্লাজমা লিকেজসহ হেমারোজিক শক সিন্ড্রোমে ঘটতে পারে মৃত্যু। শনাক্ত হলেই চিকিৎসা নেয়ার পরামর্শ দেন তারা।
সাধারনত পরিষ্কার পানিতে ডেঙ্গু জন্মালেও ধরন পাল্টে এডিশ মশা এখন ডিম পাড়ছে ময়লা পানিতেও। এমনি নতুন এ ধরন শুধু দিনে নয়, সংক্রমন ঘটাচ্ছে রাতেও।
রাজধানীর সোহরাওয়ার্দি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে প্রতিদিনই আসছে নতুন রোগী। শরীর ব্যাথা,পেট ব্যাথা,বমি এমনকি রক্তক্ষরণের মতো উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে তারা।
হাসপাতালের পরিচালক ডা: খলিলুর রহমান জানান,ডেঙ্গু হেমারোজিক ফিবারে প্লাজমা লিকেজ ও রক্তচাপ কমে যে কোন সময় দেখা দিতে পারে শক সিন্ড্রোম।ঝুকির মাত্রা বেশী বয়স্ক ও শিশুদের।
ডেঙ্গুর নতুন ধরনের ভয়াবহতা তুলে ধরে শ্যামলি ২৫০ শয্যার টিবি হাসপাতালের সহকারী পরিচালক বলেন, প্রতিকারের পাশাপাশি নিতে হবে প্রতিরোধ ব্যবস্থা।
আক্রান্ত অবস্থায় শুধুমাত্র জ্বর থাকলে বাড়িতে বিশ্রামের পাশাপাশি প্রচুর পরিমান তরল খাবার গ্রহনের পরামর্শও দেন, ডা: আয়েশা