হিরো আলমের ওপর হামলার ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:১৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
- / ১৭৫৬ বার পড়া হয়েছে
হিরো আলমের ওপর হামলার ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। তিনি বলেন, হামলার পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান।
ঢাকা- ১৭ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহনের শেষের দিকে বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরু আলমের ওপর হামলার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়।
সিসিটিভির ফুটেজ নিয়ে মাঠে নামে গোয়েন্দা পুলিশ। এরই মধ্যে সাত জনকে তারা পাকড়াও করেছে। সংবাদ সম্মেলনে, এব্যাপারে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার।
নির্বাচনের শেষ সময়ে এমন ঘটনার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করেন তিনি।
ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আদনান সাঈদ রাকিব হত্যার রহস্য উদঘাটন ও হত্যায় জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেফতারের কথা জানান
ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুণ অর রশীদ।