প্রতি বছর বর্ষা মৌসুমে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে দিগন্ত জুড়া থৈ থৈ পানি
- আপডেট সময় : ০২:০১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
- / ১৬৭৫ বার পড়া হয়েছে
প্রতি বছর বর্ষা মৌসুমে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে দিগন্ত জুড়া থৈ থৈ পানি। সারাদেশ থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসলেও ফিরে যান অনেকটা হতাশ হয়ে। পর্যটকদের অভিযোগ, নেই নিরাপত্তাসহ পর্যাপ্ত সুযোগ সুবিধা। এতে করে, পানিতে ডুবে পর্যটকদের মৃত্যু হচ্ছে প্রতি বছরই। পর্যটকদের সুযোগ সুবিধা বৃদ্ধিসহ নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ মোতায়েনের দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের।
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে প্রতি বছর বর্ষায় পানির সৌন্দর্য উপভোগ করতে নারী, পুরুষ, শিশু ছুটে আসেন সারাদেশ থেকে। তবে, পর্যটকদের অভিযোগ হাওরের প্রবেশদ্বারসহ পুরো এলাকার সুযোগ সুবিধা পর্যটনবান্ধব নয়। প্রায়ই অসতর্কতায় পানিতে ডুবে পর্যটকের মৃত্যুর ঘটনাও ঘটছে।
রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে নিকলী হাওরে আসা পর্যটকদের জন্য নিরাপত্তাসহ পর্যটনবান্ধব পরিবেশের দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের।
পর্যটকদের সকল সুযোগ সুবিধার জন্য কাজ করে যাচ্ছে নিকলী প্রশাসন, দাবী উপজেলা নির্বাহী অফিসারের।
গেলো দুই মৌসুমে জেলার হাওরাঞ্চলে পর্যটকসহ পানিতে ডুবে মারা গেছেন অন্তত ৪০ জন। চলতি বছর মৌসুমের শুরুতে এখন পর্যন্ত মারা গেছেন ৬ জন।