এক দফা দাবি আদায়ে এবার বিএনপি কোনো ছাড় দেবে না: মির্জা আব্বাস
- আপডেট সময় : ০৭:৩৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
- / ১৬২৯ বার পড়া হয়েছে
এক দফা দাবি আদায়ে এবার বিএনপি কোনো ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রার আগে উত্তরায় আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। আওয়ামী লীগের তৈরি সংবিধানের অধীনে, দেশে কোনো নির্বাচনে হবে না বলেও হুশিয়ারী দেন বিএনপি নেতারা।
সরকারের পদত্যাগসহ নির্দলীয় সরকার পুনঃপ্রতিষ্ঠা’র একদফা দাবিতে দ্বিতীয় দিনের পদযাত্রার আগে, রাজধানীর উত্তরার আবদুল্লাহপুরে সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
সমাবেশে বিএনপি নেতারা পদযাত্রাকে শান্তিপূর্ণ আন্দোলনের নতুন ধাপ বলে দাবি করেন। বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আগামীতে সরকারের দমন পীড়নের জবাব দেওয়া হবে।
ব্যানার, ফেস্টুন হাতে বিএনপির হাজারো নেতাকর্মীর স্লোগানে মুখরিত হয়ে আবদুল্লাহপুর থেকে পথযাত্রা শুরু হয়। উত্তরা, বিমানবন্দর, খিলখেত, কুড়িল ফ্লাইওভার, নতুনবাজার, বাডডা ঘুরে ঢাকা উত্তর বিএনপির পদযাত্রা, তীব্র রোদ ও গরম উপেক্ষা করে মালিবাগ আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয়।
আবুল হোটেলের সামনে থেকে আবারও মির্জা আব্বাসের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা শুরু হয়।
খিলগাঁও–বাসাবো–মুগদাপাড়া –সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তা গিয়ে শেষ হয় বিএনপির ২৪ কিলোমিটার দীর্ঘ দ্বিতীয় দিনের পদযাত্রা।