চট্টগ্রামে আ’লীগ-বিএনপি অফিসে পাল্টাপাল্টি হামলা
- আপডেট সময় : ০৭:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
- / ১৭১৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামে আওয়ামী লীগ-বিএনপি অফিসে পাল্টাপাল্টি হামলা হয়েছে। লালখানবাজারে আওয়ামী লীগ অফিসে হামলার পর কাজির দেউরীতে নগর বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালিয়েছে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা।
বিকেলে লালখানবাজারে চট্টগ্রাম ১০ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর কার্যালয়ে হামলার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামীলীগের নেতা কর্মীরা। একপর্যায়ে তারা কাজির দেউরী মহানগর বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়। এসময় বেশ কয়েকটি গাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানেও ভাংচুর চালায় বিক্ষুব্ধ নেতা কর্মীরা। বিএনপি অফিস থেকে ব্যানার ও আসবাবপত্র বের করে রাস্তায় এনে আগুন ধরিয়ে দেয় তারা। পুলিশের সামনেই প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে চলে তান্ডব। পরে পুলিশের শীর্ষ কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আওয়ামীলীগ নেতারা বলছেন, বিনা উস্কানিতে প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর করায় ক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। তবে বিএনপি নেতারা পাল্টা অভিযোগ করেন, নিজেরাই নিজেদের অফিস ভেঙ্গে বিএনপির ওপর দায় চাপানোর অপচেষ্টা করছে আওয়ামিলীগ।