অচিরেই কঠোর কর্মসূচি : গয়েশ্বর চন্দ্র রায়

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
- / ১৮৯৮ বার পড়া হয়েছে
সহনশীলতাকে দুর্বলতা মনে না করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অচিরেই কঠোর কর্মসূচি দিবে। শান্তিপূর্ন সমাবেশের মাধ্যমে সরকারকে পদত্যাগের আহ্বান জানানো হচ্ছে।
খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত সরকার পতনে এক দফা আন্দোলনে পদযাত্রার আগে সমাবেশে এসব কথা বলেন তিনি। বিকেল তিনটার পর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে থাকেন বিএনপি নেতাকর্মীরা।গয়েশ্বর রায় আরও বলেন,শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারকে পদত্যাগের আহ্বান জানানো হচ্ছে। সমাবেশ শেষে বিকেল ৫টায় দলীয় কার্যালয় থেকে পদযাত্রা বের হয়ে সার্কিট হাউজ মোড় এসে শেষ হয়।