মাগুরায় পাট চাষে প্রণোদনার সার যথাসময়ে না পাওয়ায় অসন্তোষ কৃষকরা
- আপডেট সময় : ০২:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
মাগুরা জেলার প্রায় ১২ হাজার কৃষক পাট চাষের জন্য সরকারি প্রণোদনার সার পেতে শুরু করেছেন ৪ মাস পর, পাট কাটার সময়। অথচ চৈত্র মাসের শুরুতে পাটবীজ বপণের আগে এবং চারা রোপণের এক মাসের মধ্যে জমিতে এই সার দেয়ার কথা ছিল। এতে বাড়তো পাটের ফলন। কিন্তু আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে শ্রাবণ মাসে এসে, পাট কেটে ঘরে তোলার সময় সার পাওয়ায় তা কাজে আসছে না।
পাট চাষে প্রনোদনার ৯ দশমিক ৫ কেজি সার যথাসময়ে না পাওয়ায় কৃষকরা অসন্তোষ জানান দেন। যথাসময়ে সার পেলে পাটের উৎপাদন আরো ভালো হতো বলে আক্ষেপ তাদের।
অনেক কৃষক অভিযোগ জানিয়েছেন প্রকৃত পাট চাষীরা প্রণোদনার সার পাননি। এখন পাটের জন্য বরাদ্দ সার অন্য ফসলে ব্যবহার করতে হচ্ছে।
প্রণোদনার সার সুষ্ঠুভাবে বিতরণের জন্য বিভিন্ন কমিটি করে কৃষকদের মাঝে বন্টন করা হয়েছে
জেলায় ৪টি উপজেলার ৮৫% ভাগ কৃষক সার পেয়েছে বলে জানাচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা। প্রকল্পে মেয়াদ পূনঃনবায়নের কারণে সার পেতে কৃষকদের দেরি হয়েছে।
১১৯৩৭ কৃষকের মাঝে ৫ কেজি ইউরিয়া, ২ কেজি টিএসপি এবং ২ দশমিক ৫ কেজি পটাশ সার বরাদ্দ দেয়া হয়েছে। এবছর জেলায় ৩৫ হাজার ৯৯৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে।