ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয় : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৯:০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মশার বিস্তার রোধে সিটি কর্পোরেশনকেই উদ্যোগী হতে হবে বলে জানান তিনি। সকালে ঢাকা মেডিকেল কলেজের এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
সারাদেশে হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি বছর এ পর্যন্ত প্রাণঘাতী ডেঙ্গুর আক্রমণে মৃত্যু হয়েছে ১৭৬ জনের। সারাদেশে সরকারি ও বেসরকারী হাসপাতালে ভর্তি রয়েছে ৬ হাজারের বেশী রোগী। আর চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা প্রায় ৩৩ হাজার।
এ বিষয়ে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মশা নিধনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোকে আরো কার্যকর করতে হবে। তবে চিকিৎসা সেবা দিয়ে যাবে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এসময় বেসরকারী এম্বুল্যান্স মালিকদের ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।
এর আগে ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস “কে-৮০” ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি।