ভিপি নূরের সঙ্গে কেএনএফের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে র্যাব
- আপডেট সময় : ০৯:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
- / ১৭১৭ বার পড়া হয়েছে
গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে জঙ্গী সংগঠন কেএনএফের সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখছে রেব। দুপুরে রাজধানীতে সংবাদ সম্মেলনে সংস্থার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। তিনি জানান, জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়া’র আমীর আনিসুরসহ ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
কুমিল্লা থেকে গত বছর ৮ জন যুবক নিখোঁজ হওয়ার পর নড়ে চড়ে বসে গোয়েন্দারা। নিখোঁজ তরুনদের উদ্ধার প্রক্রিয়ায় নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নাম উঠে আসে। পরে,অভিযানে নতুন জঙ্গি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাসহ ৭৫ জন ও পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট- কেএনএফের ১৭ সদস্যকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে জঙ্গি সদস্যদের উপস্থিতির কথা জানতে পেরে অভিযান চালায় রেব। সেখান থেকে ‘জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়া’র আমীর আনিসুর রহমান মাহমুদসহ ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী বই ও নগদ অর্থ।
রাজধানীর কাওরানবাজার রেব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে রেবের আইন ও গণমাধ্যম শাখা পরিচালক জানান, ২০১৬ সাল থেকে বান্দরবনের নাইহ্ম্যংছড়ির বিভিন্ন মসজিদে সংগঠনের দাওয়াত দিতেন আনিসুর রহমান মাহমুদ। কেএনএফের সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে গণঅধিকার পরিষদ নেতা ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সাথে কেএনএফের জঙ্গি নেতা নাথান বমের যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে জানান রেব পরিচালক।
নূরের সঙ্গে কেএনএফের সংশ্লিষ্টতার প্রমাণ পেলে, পরবর্তী পদক্ষেপ নেয়ার কথা জানান কমান্ডার খন্দকার আল মইন।