কম্বোডিয়ায় ভিসা নিষে’ধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
- আপডেট সময় : ০১:১৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
- / ১৭৪৬ বার পড়া হয়েছে
অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হওয়ায় কম্বোডিয়ায় ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সেই সাথে স্থগিত করা হয়েছে অর্থনৈতিক সহযোগিতা। কম্বোডিয়ার একনায়ক সরকার দেশটির বিরোধী রাজনৈতিক দল, মিডিয়া এবং সুশীল সমাজের বিরুদ্ধে হুমকি ও হয়রানিতে নিয়োজিত বলে অভিযোগ মার্কিন কর্মকর্তাদের।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ নিষেধাজ্ঞার খবর দিয়েছে জাপানভিত্তিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া। কম্বোডিয়ার সাধারণ নির্বাচনের ফল ঘোষণার পর পরই রোববার এ নিষেধাজ্ঞা দেয়া হয়। নিষেধাজ্ঞার অংশ হিসেবে বিদেশি সহায়তাও স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টি ১২৫টি সংসদীয় আসনের মধ্যে ১২০টি আসন ছিনিয়ে নিয়েছে। ফলে টানা ৩৮ বছর ক্ষমতায় থাকা হুনসেনের ছেলে এবার হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ঘোষিত ফলাফল অনুসারে, কম্বোডিয়ার সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। মিলার দেশটির সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক মানের একটি নির্বাচনের আয়োজন করতে হবে। বহুদলীয় গণতন্ত্র চালু করে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা বন্ধ করতে হবে। মিডিয়াকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।