তহবিল না থাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা ইন্টারচেঞ্জের এক বছরের বিদ্যুৎ বিল জমা দিতে পারেনি কর্তৃপক্ষ
- আপডেট সময় : ০৫:৫২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
তহবিল না থাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা ইন্টারচেঞ্জের এক বছরের বিদ্যুৎ বিল জমা দিতে পারেনি কর্তৃপক্ষ। ফলে দেড় মাস আগে বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ। এখন বিদ্যুৎ না থাকায় ওই সড়ক এবং এলাকায় রাতে বেড়ে গেছে অপরাধীদের আনাগোনা। সন্ধ্যার পর এই সড়ক ব্যবহারেও বেড়েছে ছিনতাইয়ের আশংকা।
বিপুল পরিমাণ বিদ্যুত বিল বকেয়া থাকায় প্রায় দেড় মাস আগে ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ইন্টারচেঞ্জটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। জুন পর্যন্ত প্রায় ৩২ লাখ টাকার বিল বকেয়া পড়েছে। বিল পরিশোধে ওজোপাডিকো কর্তৃপক্ষের তিন দফা চিঠি পেয়েও বিল পরিশোধ করেনি ভাঙ্গা সড়ক ও জনপথ বিভাগ।
দেড় মাস ধরে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বারটি ভূতুড়ে এলাকায় পরিণত হয়েছে। অন্ধকার থাকায় এই এলাকায় বেড়ে গেছে ছিনতাই ও চুরি-ডাকাতি। অনাকাঙ্খিত ঘটনায় স্থানীয়রাসহ সড়ক ব্যবহারকারীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
ইন্টারচেঞ্জটি দেখতে বিভিন্ন জেলা থেকে মানুষ আসতেন এখানে। সন্ধ্যার পর থেকেই এ স্থানটি দর্শনীয় এলাকায় পরিণত হতো। বর্তমানে ভূতুড়ে পরিবেশ ভয়ের কারণ এলাকাবাসীর।
বিপুল বকেয়ার কথা জানালেন বিদ্যুৎ কোম্পানীর আবাসিক প্রকৌশলী। তবে বিল পরিশোধে কোম্পানির কাছে তহবিল নেই বলে জানান সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা।
সন্ধ্যার পর থেকে এ স্থানটি একসময় দর্শনীয় এলাকায় পরিণত হতো। হাজারো মানুষ ছবি তুলে সময় কাটাতেন। কিন্তু এখন আর নেই সেই অবস্থা।