নির্বাচনে সংঘাত সৃষ্টিতে বিএনপি অস্ত্রের মজুদ করছে : কাদের
- আপডেট সময় : ১২:৪৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ১৬০৭ বার পড়া হয়েছে
নির্বাচনে সংঘাত সৃষ্টি করতে বিএনপি অস্ত্রমজুদ করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি জনগণ নয়– অস্ত্রের শক্তিতে বিশ্বাসী। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে সংঘাত তৈরির অজুহাত খুঁজছে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।দলের নেতাকর্মীদের চোখ-কান খোলা রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, খালি মাঠ পেলে সংঘাত করতে চাইবে বিএনপি।
কম্বোডিয়ার নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানান তিনি।
পাকিস্তানের বন্ধুদের হাতে দেশ ছেড়ে দেয়া যাবেনা উল্লেখ করে শেষ পর্যন্ত দলের নেতাকর্মীদের লড়াই করে যাওয়ার আহবান জানান ওবায়দুল কাদের।
এদিকে, মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বর্তমানে দেশে কোনো সংকট না থাকলেও বিএনপি সংকট তৈরীর অপচেষ্টা করছে।
জামাত-বিএনপিসহ যেকোনো রাজনৈতিক দলেরই সুশৃঙ্খলভাবে সভা-সমাবেশের অধিকার আছে জানিয়ে, আগামী সংসদ নির্বাচন বর্জন করলে বিএনপির নিজেদের মধ্যেই বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।