ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পয়লা আগস্ট থেকে ট্রেন চলাচল শুরু : রেলমন্ত্রী
- আপডেট সময় : ১২:৪৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
আট মাস বন্ধ থাকার পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পয়লা আগস্ট থেকে ট্রেন চলাচল আবার শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সকালে ঢাকা-নারায়ণগঞ্জ রুট পরিদর্শনকালে চাষাড়া রেল স্টেশনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, অক্টোবরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন করবেন। একই সময়ে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচলও শুরু হবে।
কমলাপুর রেলস্টেশন থেকে পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প ও নারায়ণগঞ্জ রুটের কাজের অগ্রগতি পরিদর্শন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এসময় তার সাথে ছিলেন প্রকল্প পরিচালকসহ রেল বিভাগের কর্মকর্তারা।
এ সময় কাজের অগ্রগতি দেখতে গ্যাং কারে চড়ে কমলাপুর থেকে গেন্ডারিয়া জংশন হয়ে নারায়ণগঞ্জে যান মন্ত্রী। প্রকল্প কর্মকর্তারা জানান, ঢাকা-মাওয়া রেল লাইন প্রকল্পের ৭৮ শতাংশ এবং মাওয়া-ভাঙ্গা রেল প্রকল্পের ৯৫ শতাংশ ও ভাঙ্গা-যশোর প্রকল্পের ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে।
নারায়ণগঞ্জের চাষাঢ়া স্টেশনে সাংবাদিকদের সাথে এসব প্রকল্পের অগ্রগতি নিয়ে কথা বলেন রেলমন্ত্রী। তিনি জানান, পদ্মাসেতু রেল সংযোগ চালু করতে ৭ মাস বন্ধ রেখে ঢাকা থেকে গেণ্ডারিয়া অংশে তিনটি আলাদা রেললাইনের নির্মাণ কাজ করতে হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটকে ডাবল লাইনে রূপান্তরেও পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি।
গেন্ডারিয়া জংশন থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেল লাইন নির্মাণের অগ্রগতি তুলে ধরেন প্রকল্প পরিচালক।
প্রকল্পের কাজ ঠিকঠাক শেষ হলে এ রুটে আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী ট্রেন চলাচল উদ্বোধন করবেন বলেও জানান রেল মন্ত্রী। পাশাপাশি অন্য প্রকল্পের কাজের অগ্রগতিও তুলে ধরেন তিনি।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন ১৩ জোড়া রেল আগের সিডিউলেই চলবে বলে জানান মন্ত্রী। আর কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল শুরু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের জন্য যোগাযোগের নতুন ধাপ উন্মোচিত হবে বলেও মনে করেন তিনি।