ক্ষমতায় থেকে মানি লন্ডারিং করা টাকায় আন্দোলন করছে বিএনপি : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:১৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ক্ষমতায় থেকে বিএনপি মানি লন্ডারিং করেছে। এখন সেই টাকায়, আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় তিনি বলেন, বাংলাদেশ নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ রাজনীতি করে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আর বিএনপি বরাবরই জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করে আসছে।
মঙ্গলবার সন্ধ্যায় রোমের স্থানীয় এক হোটলে ইতালি প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবর্ধনায় টানা এক ঘন্টার বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা থেকে উচ্ছেদ করতে চাওয়া বিএনপিকে আওয়ামী লীগ সরকারই আন্দোলন করার সুযোগ করে দিয়েছে।
স্যাংশনের রাজনীতি নিয়ে সরকার প্রধান বলেন, স্বাধীনতার বিরোধীতাকারী দেশগুলোকে বাংলাদেশ নিয়ে আর খেলতে দেয়া যাবে না। এসময় সবাইকে সতর্ক থাকার তাগিদ দেন তিনি।
বিএনপি নির্বাচন চায় না, মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ক্ষমতায় থেকে বিএনপি মানি লন্ডারিং করেছে। আর এখন সেই টাকায় আন্দোলন করছে।
আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি জানে, নির্বাচনে তাদের ভোট দেবে না জনগণ।