লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হ-ত্যা মামলায় ৫ আসামীর মৃ-ত্যুদণ্ড এবং ১৪ জনের যাবজ্জীবন
- আপডেট সময় : ০৫:২৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ১৭১২ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে যুবলীগ নেতা হত্যা মামলায় ৫ আসামীর মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন ১৪ জনের, চট্টগ্রামে আইনজীবী হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এদিকে, জয়পুরহাটে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড ও ১৪ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় দেন।
চট্টগ্রামে আইনজীবি উমর ফারুক বাপ্পী হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনকে যাবজ্জীবন দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ মো: জসিম উদ্দিনের আদালত এই রায় ঘোষণা করেন। মামলা থেকে জাকির হোসেন নামে একজনকে খালাস দেয়া হয়। রায় ঘোষণার সময় হুমায়ুন ও পারভেজ আদালতে উপস্থিত থাকলেও বাকি ৩ জন পলাতক ছিলেন।
জয়পুরহাটে সবুজ আলী হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড আদেশ দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ আদেশ দেন। এছাড়া তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এসএটিভি, নিউজডেস্ক।