দেশের বিভিন্ন জেলায় নানা দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
- আপডেট সময় : ০৫:৪০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ১৬০২ বার পড়া হয়েছে
ফরিদপুরের সরকারী রাজেন্দ্র কলেজের অনার্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী, ছাত্রলীগ কর্মী প্রান্ত মিত্রের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা ও শহর পূজা উদযাপন পরিষদ। ঘন্টা ব্যাপী এ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তাপস সাহা, সুকেশ সাহাসহ অনেকে। এসময় বক্তারা দ্রুত দোসীদের গ্রেফতারের দাবি জানান।
সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনার প্রতিবাদে শরীয়তপুর জেলা উলামা পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল করেছে শরীয়তপুর উলামা পরিষদসহ বিভিন্ন সংগঠন।সকালে মিছিলটি শরীয়তপুর পালং উত্তর বাজার জামে মসজিদের সামনে থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শহরের ঢাকা-শরীয়তপুর মহাসড়ক প্রদক্ষিন শেষ হয়।
বিএডিসি, বারি, ব্রি ও বিনাসহ সরকারি বিভিন্ন বীজাগার ও ডেইরি ফার্মে কর্মরত অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ ও বেতন বৃদ্ধিসহ ১৩ দফা দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করেছে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন। দুপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন শ্রমিক নেতৃবৃন্দ।
এদিকে, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে মানিকগঞ্জের সাটুরিয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সকালে সাটুরিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কক্ষে সংবাদ সম্মেলনে সম্প্রতি শিক্ষকগণের আন্দোলন নিয়ে বির্তকৃত বক্তব্যের কারনে শিক্ষামন্ত্রী দিপু মনির পদত্যাগও দাবী করেন।